ইলেক্ট্রনিক ডিভাইস সাধারণত পুরোন হয়ে গেলে নতুনের মত সার্ভিস দেয় না। মোবাইলের ক্ষেত্রে এ কথাটা আরো বেশি প্রযোজ্য। এক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হলো-
১। অনেকসময় Memory card এ সমস্যা থাকলে ফোন হ্যাং হয়। তাই Memory card খুলে ফোনটা ব্যবহার করে দেখুন।
২। আপনার Phone memory থেকে ফটো, মিউজিক, ভিডিও, ওয়ালপেপার, ই-বুক এসব Memory card এ সরিয়ে ফেলুন।
৩। Nokia PC Suite ব্যবহার করে sms backup নিন। এরপর ফোন থেকে অতিরিক্ত ম্যাসেজগুলো ডিলিট করে দিন। এতেও আপনার Phone memory কিছুটা খালি হবে।
৪। সাধারণ এবং হালকা Theme ব্যবহার করুন। Theme ভারি হলে, মোবাইল এর ফাংশন স্লো হওয়ার সম্ভাবনা থাকে।
৫। যদি আপনি কোন app install করে থাকেন তাহলে সেটা phone memory তে ইন্সটল না করে memory card এ করুন।
৬। অপ্রয়োজনীয় app remove করুন। . এরপরেও যদি কাজ না হয় তাহলে Nokia PC Suite ব্যবহার করে Firmware re-install করে দেখুন। ধন্যবাদ।
মোবাইল হ্যাং করলে যা করনীয়
সাধের মোবাইল ফোনটি যদি হ্যাং হয়ে যায় তাহলে তো মোবাইলের ওপর রাগ হবেই।মোবাইলের র্যাম বা রেনডম একসেস মেমরি যদি ফুল হয়ে যায় বা জায়গা কমে যায় তাহলেই সাধারণত মোবাইল হ্যাং হয়।তাছারাও মোবাইলে থার্ড পার্টি এপ্সের নানা ত্রুটির কারনে মোবাইল হ্যাং হতে পারে।
মোবাইল যদি হ্যাং হয়ে যায় তাহলে জলদি হোম বাটন চেপে বেরিয়ে আশুন।রিসেন্ট থেকে সব এপ্সের লিস্ট ক্লিয়ার করে ফেলুন।অ্যান্ড্রয়েড ফোনের সেটিং এ গিয়ে Apps এ যান।সেখান থেকে running apps এ গিয়ে সকল অপ্রয়োজনীয় রানিং এপ্স স্টপ করে দিন।আর যদি এমন হয় যে মোবাইল হ্যাং হওয়ার পর আর কোনো রিসপন্স করছে না তাহলে মোবাইল টি কিছুক্ষন রেখে দিন।অযথা ডিসপ্লের ওপর এলোমেলো ভাবে টাচ করবেন না।তাহলে আরো খারাপ অবস্থা হবে।হ্যাং হওয়ার ২ মিনিট পর টাচ করে দেখুন যে কাজ করছে কিনা।না করলে ব্যাটারি খুলে আবার চালু করুন।
মোবাইল যাতে হ্যাং না হয় সে জন্য আরো কিছু টিপস:
# মোবাইলে অপ্রয়োজনীয় কোনো এপ্স ইন্সটল করবেন না।
# স্মার্ট ফোনগুলুতে এন্টিভাইরাস এর বেশি প্রয়োজন হয় না।তাই এন্টিভাইরাস ইন্সটল না করাই ভাল।এতে ফোনের র্যাম বেশি দখল হয়।
# মোবাইলে ভাল মানের র্যাম ক্লিনার ব্যাবহার করা।তবে খেয়াল রাখতে হবে যেন সেটি উলটো বেশী র্যাম নষ্ট না করে।
# মোবাইল কেনার সময় অন্যান্য ফিচারের সাথে র্যাম এর বিষয়টাও খেয়াল রাখতে হবে।১ জিবি র্যামের নিচের কোনো মোবাইল না কেনাই উত্তম।
# কোনো এপ ক্লোজ করার সময় সম্পুর্ন ভাবে ক্লোজ করতে হবে।হোম বাটন প্রেস করে ক্লোজ করলে তা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে।তাই সময় বেশি লাগলেও অপশন থেকে ক্লোজ করতে হবে।
Comments
Post a Comment